অনেকেই জানেন । তবুও দিলাম পোস্টটি:
বিল্ডিং এর কথা আসলেই আসে ইটের কাজের কথা ।এটি ছাড়া যেন বিল্ডিং অসম্পূর্ণ ।আর তাই এ কাজের সময় কিছু কিছু বিষয়ের উপরবিশেষ ভাবে লক্ষ রাখতে হয় ।ইটের কাজ করার সময় যে যে বিষয়গুলি খেয়াল রাখা জরুরী১. প্রথম শ্রেনীর ইট এবং পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করতে হবে ।২. ওয়েল গ্রেডেড বালি ব্যবহার করতে হবে । যার FM 1.5 ।৩. 1:6 অনুপাতের মসলা দ্বারা গাঁথুনী করতে হবে ।৪. ব্যবহারের কমপক্ষে ৬ ঘন্টা আগে ইটকে ভালভাবে ভিজাতে এবং ভালভাবে পরিস্কার করতে হবে ।৫. সাধারনত ইংলিশ বন্ডে গাঁথুনী করা হয়ে থাকে । নির্দেশ মতে কখনো কখনো ভিন্ন হয় ।৬. প্রয়োজন না হলে আধলা ব্যবহার না করাই ভাল ।৭. ইটের সিলমোহর উপরে রেখে জোড়াগুলো মসলা দ্বারা পূর্ণ করতে হয় ।৮. জোড়ের পুরুত্ব কোন অবস্থাতেই 13 মিমি এর বেশী হবেনা ।৯. সব জোড়াগুলো মশলা দ্বারা পূর্ণ করে সমতল করে দিতে হবে, যেন কোন ফাঁক না থাকে ।১০. সম্পূর্ণ বেডের উপর মশলা বিছিয়ে ইটকে আস্তে আস্তে চাপ দিয়ে বসাতে হবে, যাতে মশলার সাথে লেগে যায় ।১১. সমস্ত কোর্সগুলো আনুভূমিক হবে এবং খাড়া জোড়াগুলো সঠিকভাবে খাড়া হবে ।১২. একদিনে সর্বোচ্চ 1.5 মিটারের বেশী গাঁথুনী করা যাবেনা ।১৩. গাঁথুনীর কাজ শেষে 7 দিন পর্যন্ত কিউরিং করতে হবে ।
Comments
Post a Comment