বাড়ি নির্মাণে জমি ক্রয়ের সংক্ষিপ্ত বিবরণঃজমি ক্রয়ের সময় নিম্নলিখিত বিষয় সমূহ বিশেষ বিবেচনায় রাখতে হবেঃ১) পতিত নিচু জমি আবাসিক প্রকল্পের জন্য অন্তভুক্ত কি না?২) সম্পতির অন্য কোন শরীক আছে কিনা।৩) জমির দলিল রেজিস্ট্রি করা আছে কিনা?৪) জমির দলিল সাফ কবলা কি না?৫) উন্নয়নকৃত ও ভোগ দখলরত জমির মালিকানা দাবী যাচাই করা।৬) জমিতে অন্য কোন স্বত্ব ও দখল আছে কিনা।৭) জমির স্বত্ব ও দখল স্বীকার করা।৮) জমিতে কোন মামলা মোকদ্দমা আছে কি না?৯) জমির ঠিকানা যাচাই করা।১০) জমি সংক্রান্ত নিম্ন লিখিত বিষয় সমূহ সঠিক আছে কি না, যেমনঃজমির দাগ নং * খতিয়ান নং * মোজা নং * পরসভা*হোল্ডিং নম্বর * থানা * জেলা* আর এস * খারিজ খতিয়ান নম্বর* ইত্যাদি যাচাই করা উচিত।
Comments
Post a Comment