রঙ ধাতু, কাঠ আথবা প্লাসটার কে রক্ষা করার জন্য রঙ ব্যাবহার করা হয়। সৌন্দর্য্য বৃদ্ধির জন্যও এটি ব্যাবহার করা হয়।রঙ এর গঠন তন্ত্র তৈল রঙ এর মৌলিক উপাদান :
১। শরীর
২। মাধ্যম
৩। পিগমেন্ট বা রঞ্জক পদার্থ
৪। থিনার বা তরলিকরণ
৫। শুষ্ককারী
১। শরীররঙ এর প্রধান অংশরঙ এর ঝিল্লি কে শক্ত করে এবং ঘর্ষণ এর ফলে উপড়ে পড়া প্রতিরোধ করেশুষ্ক হওয়ার সময় ফাটল প্রতিরোধ করেসাধারণত সাদা শীষা, জিংক অক্সাইড, আইরন অক্সাইড, ধাতুক গুড় যেমন এলুমিনিয়াম ,কপার,ব্রোঞ্জ ইত্যাদির গুড়া। শরীর উপর নাম করেই সাধারনত রঙ এর নামকরণ করা হয়। জিংক পেইণ্ট, এলুমিনিয়াম পেইণ্ট ইত্যাদি।
২। মাধ্যমতৈলাক্ত তরল যার মধ্যে শরীর এবং পিগমেন্ট দ্রবীভুত হয়।ব্যবহারিক তল এর উপর সহজে ছড়িয়ে যেতে সাহায্য করে।মাধ্যম হিসাবে তৈল সবচেয়ে বেশি ব্যাবহার করা হয়।প্রধান কাজ হল ভিসকোসিটি বা সান্দ্রতা নিয়ন্ত্রণ করা।
৩। রজনরঙ এর রঙ এই পিগমেন্ট হ রজন এর উপর নির্ভর করে।
৪। থিনার বা তরলিকরণএর ব্যাবহার করার কারণতারল্যতা বাড়ায়রঙ কে মসৃণ করেছিদ্রের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেতার্পিন হলো সাধারণ থিনার
৫। শুষ্ককারীমাধ্যম তাড়াতাড়ি শুকানোর জন্যমাধ্যম তাড়াতাড়ি শক্ত হওয়ার জন্য
Comments
Post a Comment