রঙ এর গঠন তন্ত্র-২

রঙ এর প্রকারভেদঃ-
রঙ বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এক কয়েকটি ভাগে ভাগ করা যায়। নিচে এইসকল ভাগ নিয়ে আলোচনা করা হল।
১। বাইন্ডার এর উপর ভিত্তি করে
তৈল রঙ
সেলূলস বা কাষ্ঠতন্তু রঙ
ওয়াটার বেইজ রঙ
বিভিন্ন ধরনের রঙ

২। ব্যবহারিক কাজের উপর ভিত্তি করে
সাধারণ রঙ
এসিড এবং ক্ষার প্রতিরোধক রঙ
অগ্নি প্রতিরোধক রঙ
ছত্রাকানাশক রঙ ইত্যাদি
 বিভিন্ন কাজের উপর ভিত্তি করে

৩। প্রচলিত বিভিন্ন ধরনের রঙ
অ্যালুমিনিয়ামক্ষয় প্রতিরোধক
আসবেস্টস
বিটুমিনাস
ব্রঞ্জে
প্রোটিন বা কাসেইন
সেল্লুলস
সিমেন্ট বেইজ
কল্লইডল
এমালসন
এনামেল
গ্রাফাইট
তৈল
প্লাস্টিক
সিলিকাতে
সিংথেটিক রাবার
ওয়েদার কোট
এপোক্সী
ইত্যাদি

Comments