প্লাস্টার শেষ হয়ে যাবার পর ফিনিশিংকৃত পৃষ্ঠেঅনেক সময় চুল ফাটা দেখা যায় ।কেন এমন ফাটল সৃষ্টি হয় ? এর প্রতিকার ই বা কি ?আসুন জেনে নিই

প্লাস্টার শেষ হয়ে যাবার পর ফিনিশিংকৃত পৃষ্ঠেঅনেক সময় চুল ফাটা দেখা যায় ।কেন এমন ফাটল সৃষ্টি হয় ? এর প্রতিকার ই বা কি ?আসুন জেনে নিই।কারনসমূহঃ১. ব্যাক গ্রাউন্ডের প্রস্তুতিতে ভুল থাকা।২. কাঠামোগত ত্রুটি।৩. সারফেসের বিভিন্ন স্তরের বিচ্ছিন্নতা।৪. তাপমাত্রার পরিবর্তনে ব্যাক গ্রাউন্ডের সরন।৫. প্লাস্টারের প্রসারন ও সংকোচন।৬. প্লাস্টারের পুরুত্ব বেশী হলে সংকোচনজনিত কারনে।৭. প্রয়োজনের অতিরিক্ত সিমেন্ট ব্যবহার করা হলে।৮. মিস্ত্রীর ত্রুটিপূর্ন কাজ।৯. সবচেয়ে বড় কথা, সঠিকভাবে ও সঠিক সময়ব্যাপী কিউরিং না করা হলে।প্রতিকার সমূহঃ১. প্লাস্টার করার আগে পৃষ্ঠকে ভালভাবে প্রস্তুত করতে এবং ভিজাতে হবে, যেন প্লাস্টার থেকে দেওয়াল পানি শোষন না করে।২. একাধিক স্তরে প্লাস্টার করলে ১ম স্তরে অমসৃন ফিনিশিং দিতে হবে এবং ২য় স্তর প্রয়োগের আগে ভালভাবে ভিজিয়ে নিতে হবে।৩. মসৃণ করার লক্ষে পৃষ্ঠকে উষা দ্বারা অতিরিক্ত ঘষা যাবেনা।৪. অতিরিক্ত সিমেন্ট ব্যবহার না করা।৫. দক্ষ মিস্ত্রী দিয়ে কাজ করানো।৬. দেওয়াল এবং প্লাস্টার পৃষ্ঠকে যথাযথভাবে কিউরিং করা ।

Comments